সাম্প্রতিক

সি-ক্যাটাগরি ফার্মাসিস্ট কোচিং

 


সি-ক্যাটাগরি ফার্মাসিস্ট

অনলাইন কোচিং



 বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের ঔষধ ব্যবসায়ীদের জন্য একটি আবশ্যিক প্রশিক্ষণ ” সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স ”। যা বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক নিয়ন্ত্রিত এবং বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কর্তৃক পরিচালিত।

 এ প্রশিক্ষনে যারা অংশগ্রহণ করেন তাদের বেশিরভাগই বিভিন্ন পেশার সাথে বিশেষত ঔষধ ব্যবসার সাথে জড়িত। প্রশিক্ষণ গ্রহনকারীদের বিভিন্ন কারণে অনেকেই নিয়মিত ক্লাস করতে পারেন না । তাছাড়া নিজস্ব ব্যস্ততার কারণে অনেকেই ভাল ভাবে অধ্যয়ণ করতে পারে না। ফলে তাদের প্রস্তুতি ভাল হয় না। আবার কিছু শিক্ষার্থী রয়েছেন যারা প্রস্তুতির সঠিক দিক নির্দেশনা পায় না। উপরোক্ত বিষয়গুলো বিবেচনায় রেখে এই প্রোগ্রোমের আয়োজন


এই প্রোগ্রোমের বিশেষত্ব


** লেকচার নোট:  সি-ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সের পাঠ্য পুস্তকের প্রতিটি অধ্যায়ের প্রতিটি আলোচ্য হতে শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে ”লেকটার নোট ”।প্রতিটি অধ্যায়ের লেকচার নোটে উক্ত অধ্যায়ের সকল আলোচ্যের গুরুত্বপূর্ণ তথ্য এবং সম্ভাব্য প্রশ্ন দেয়া হয়েছে। যাতে শিক্ষার্থীরা সহজেই একটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই আয়ত্ব করতে পারে এবং সম্ভ্যাব্য প্রশ্ন সম্পর্কে ধারণা পেতে পারে।

** এমসিকিউ:  সি-ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সের পাঠ্য পুস্তকের প্রতিটি অধ্যায়ের প্রতিটি আলোচ্য হতে এম.সি.কিউ দেয়া হয়েছে। যাতে শিক্ষার্থীরা সহজেই একটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ  সম্ভ্যাব্য প্রশ্ন সম্পর্কে ধারণা পেতে পারে।

** অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট:  প্রতিটি অধ্যায় হতে ”অধ্যায় ভিত্তিক ভিত্তিক মডেল টেস্ট“। মডেল টেস্টগুলো কম্পিউটার সফটওয়ারের সাহায্যে দৈবচয়ণ (র‌্যানডম)ভিত্তিতে তৈরি। ফলে সংশ্লিষ্ট অধ্যায়ের প্রায় প্রতিটি আলোচ্য হতে নূন্যতম একটি প্রশ্ন সংযোজিত হয়েছে। ফলশ্রুতিতে একজন শিক্ষার্থী একটি মডেল টেস্টের বেশিরভাগ প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে ধরে নেয়া যেতে পারে তার প্রস্তুতি ভাল।

** চুড়ান্ত মডেল টেস্ট:  চুড়ান্ত প্রস্তুতি হিসেবে 100 নম্বরের একটি “চুড়ান্ত মডেল টেস্ট“। যেখানে পাঠ্য পুস্তকের সকল অধ্যায়ের বেশিরভাগ উল্লেখযোগ্য অলোচনা হতে সফটওয়ারের সাহায্যে দৈবচয়ণ (র‌্যানডম)ভিত্তিতে তৈরি।

** সাজেশন: অতিগুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে সাজেশন। 

** এটি একটি ইন্টারনেট / অনলাইন ভিত্তিক প্রোগ্রাম। ফলে যে কোন সময় এন্ড্রয়েড ফোন / কম্পিউটারে প্রোগ্রামে অংশগ্রহণ করা যায়, যা শিক্ষার্থীর জন্য অনেক সহায়ক হবে। 


আশা করা যায় এই প্রোগ্রামে অংশগ্রহনকারীর প্রস্তুতি খুবই ভাল হবে এবং তাকে সফলতার দিকে তাকে এগিয়ে নিয়ে যাবে,  ইনশা-আল্লাহ ।

=========================================================

=========================================================


 এই প্রোগ্রামে ফ্রি অংশগ্রহনের জন্য নিচের যে কোন পদ্ধতি বেছে নিতে পারেন। 
















==================================


উপযোগীতা ও শর্তাবলী

ü প্রশিক্ষন গ্রহন কারী বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল এর সি-ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সের শিক্ষার্থী  হতে হবে। 

ü শিক্ষার্থীর সাথে যোগাযোগের জন্য   নিজস্ব জিমেইল একাউন্ট  এবং মোবাইল নম্বর থাকতে হবে।  

ü এন্ড্রয়েড ফোন / ট্যাব, কিংবা উইন্ডোজ চালিত কম্পিউটার থেকে ব্যবহার করে এই প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহন করা যাবে। ( অ্যাপল চালিত যন্ত্রে এই প্রশিক্ষণ পরীক্ষা করা হয় নি, তবে চলতে পারে )

ü কার্যকর ইন্টারনেট সংযোগ থাকতে হবে ( থ্রি জি / ফোর জি  / ফাইভ জি  / ব্রডব্যান্ড )।

ü এন্ড্রয়েড ফোন দ্বারা অংশ গ্রহন করলে বেশি সুবিধা পাওয়া যাবে। 

ü  মোবাইল বা কম্পিউটার যে মাধ্যমই হোক অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে।  

ü এই প্রশিক্ষণে গুগল নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করা হয়েছে। তাই রেজিস্ট্রেশনকৃত জিমেইল আইডি দ্বারা লগিন করার প্রয়োজন হলে তা হবে গুগল কর্তৃপক্ষের প্রয়োজনে  ।  প্রশিক্ষণ কর্তৃপক্ষ তাদের কোন লগিন ব্যবস্থার প্রয়োগ করেননি।

ü বাংলা ভাষায় প্রশিক্ষণটি পরিচালিত হবে বিধায় ফোন / ট্যাব / কম্পিউটারে বাংলা ভাষা সমর্থিত হতে হবে।   আরও  বিস্তারিত 


ুমুএই প্রশিক্ষণ / কোচিং প্রোগ্রামে অংশ গ্রহন করার অর্থ, প্রশিক্ষনার্থী শর্তাবলীতে সম্মত হয়েছেন।