প্রশিক্ষণ: প্রাথমিক চিকিৎসায় জ্বর-সর্দ্দি-কাশি
প্রাথমিক চিকিৎসায়
জ্বর-সর্দি-কাশি
সমস্যা
যদি প্রশ্ন করা হয় কোন রোগে মানুষ বেশি আক্রান্ত হয়? সকলেই একই উত্তর দেবেন তা হলো- ঠান্ডা লাগা বা জ্বর-সর্দি-কাশি। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই জ্বর-সর্দি-কাশি হলে জনগণ ঔষধ বিক্রেতা অথবা পল্লী চিকিৎসকের নিকট থেকে ঔষধ ক্রয় করে সেবন করেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় ঔষধ বিক্রেতা ভুল কিংবা অপ্রয়োজনীয় ঔষধ প্রদান করে এবং সঠিক ব্যবস্থাপনা বা দিক নির্দেশনা প্রদান করে না। ফলে রোগী স্বাস্থ্যগত ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সমাধান
যদি বাড়ির কেউ জ্বর-সর্দি-কাশির প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানেন তবে ঔষধ বিক্রেতার উপর নির্ভরশীল না হয়ে নিজেই অসুস্থ্য ব্যক্তির প্রাথমিক চিকিৎসা করতে পারেন। যা রোগী ও পরিবারের জন্য বেশ সুবিধাজনক।
ডাঃ ম্যাক একাডেমী-র আয়োজনে
বিশেষ অনলাইন প্রশিক্ষণ
প্রাথমিক চিকিৎসায় জ্বর-সর্দি-কাশি
এই প্রশিক্ষণ কোর্সের উদ্দেশ্য:
সাধারণ রোগাবস্থায় সঠিক প্রাথমিক চিকিৎসা ও ব্যবস্থাপনা।
এই প্রশিক্ষণের মাধ্যমে যা জানা যাবে:
- জ্বর-সর্দি-কাশি কোন কোন কারণে হতে পারে।
- জ্বর-সর্দি-কাশি রোগাবস্থার পথ্য ও উপশম প্রদায়ক সেবা (কোন ধরণের খাবার, কি করলে রোগী আরাম বোধ করবে বা রোগ নিরাময়ে সহায়ক হবে)।
- জ্বর-সর্দি-কাশি রোগাবস্থার জন্য প্রাথমিক চিকিৎসা হিসেবে কোন ঔষধ সেবন করা যেতে পারে।
- রোগাবস্থার কোন পর্যায়ে থাকলে রোগীকে দ্রুত হাসপাতালে প্রেরণ করতে হবে (যেমন-জ্বর আক্রান্ত ব্যক্তিকে কখন হাসপাতালে ভর্তি করতে হবে বা একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে)।
...আরো অনেক বিষয়
এই প্রশিক্ষণের প্রোমোশনাল ভিডিও
এই প্রশিক্ষণটির অন্যতম আয়োজক ও পৃষ্ঠপোষক
ডাঃ ম্যাক একাডেমী
ডাঃ ম্যাক একাডেমী-র বিভিন্ন প্রশিক্ষণ সম্পর্কে জানতে ফেসবুকে আমাদের সাথে থাকুন। আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে ফলো করুন।
facebook.com/drmaaqacademy
Reviewed by Dr. MAAQ Academy
on
সেপ্টেম্বর ০২, ২০২২
Rating: 5
